তাহসান খান-শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৮ মার্চ। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। গত ৩১ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ‘যদি একদিন’ মুক্তির অনুমতি পায়।
‘যদি একদিন’ ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ, নাজিবা বাশার, আনন্দ খালেদ, সুজাত শিমুল প্রমুখ।
‘যদি একদিন’ ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস।
বিডি প্রতিদিন/ফারজানা