ভালোবাসা দিবস উপলক্ষে গীতিকার দেওয়ান লালন আহমেদের লেখা মোট ১০টি শ্রোতাদের কাছে যাচ্ছে। এর মধ্যে অটমনাল মুনের সুরে ও কণ্ঠে ৬টি গান অডিও আকারে বিভিন্ন এফএম রেডিওতে প্রকাশ হচ্ছে।
গানগুলো হলো- ভাল থেকো আর মায়া গুলো মনের শরীরে মেখো, প্রেম আছে বলেই রাত টাও দিন হয়, নয়নকলি স্বপ্ন সুখের ঝুলি, যোজন যোজন দূরে ডাকে এক মায়া, তুমিহীন ভাল লাগেনা ভীষণ কষ্ট, কাঁদছে কেন মন।
গীতিকার দেওয়ান লালন আহমেদ জানান, রেডিও ফুর্তি, ঢাকা এফএম, এবিসি, স্পাইস, ক্যাপিটাল এফএমে গানগুলো প্রকাশ পাবে। শ্রোতা সেখান থেকেই শুনতে পাবেন।
শুধু তাই নয়, দেওয়ান লালনের লেখা দু'টি গান গেয়েছেন জনপ্রিয় ফিডব্যাকের গায়ক লুমিন। এ গান দুটি লুমিনের গাওয়া একক গান। দুই গানের শিরোনাম পাসওয়ার্ড, জারুল ফুল।
গীতিকার লালন বলেন, মিষ্টি ধাঁচের নস্টালজিক কথার এ গানের সুর কম্পোজিশন করেছেন অটমনাল মুন।
লালনের লেখা রোমান্টিক কথার গান 'জারুল ফুল' সুর কম্পোজিশন করেছেন রাজীব হোসাইন। গীতিকার লালন জানান, এই গান দু'টো অডিও আকারে এফ. এম রেডিও গুলোতে প্রকাশ হচ্ছে।
এছাড়া ওয়াহিদ রাসেলের 'কষ্ট ও লোকে নাকি পাগল বলে', 'কষ্ট তুমি পাথর কঠিন' বিরহ বিষাদ প্রেমের উপলব্ধি নিয়ে লেখা দেওয়ান লালন আহমেদ ও সুর কম্পোজিশন করেছেন রাজীব হোসাইন।
সোশাল মিডিয়ায় ইতোমধ্যেই গানটি বেশ প্রশংসা অর্জন করেছে। অটমনাল মুন, লুমিন, ওয়াহিদ রাসেল, রাজীব হোসাইন প্রত্যেকেই দেওয়ান লালন আহমেদের লেখা গানগুলো তৈরি করে সন্তোষ প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ