সম্প্রতি যৌন হেনস্থা নিয়ে অভিনেতা ও প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে সরব হয়েছে বলিউডের নায়িকারা। 'মি-টু' আন্দোলনে এরই মধ্যে সামনে এসেছে অনেক তারকাদের নাম। সেই তালিকায় রয়েছেন থ্রি ইডিয়টস, পিকে, সঞ্জুর মতো ছবির পরিচালক রাজকুমার হিরানি নামও।
এই পরিচালকের এক প্রতিবেশী দাবি করেছেন, 'মি-টু' অভিযোগে বিদ্ধ রাজকুমার হিরানি কার্যত গৃহবন্দি রয়েছেন! তাঁর বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সঞ্জু ছবির এক সহ-নির্দেশক। এই অভিযোগের পর ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’র সহ-প্রযোজক হিসেবে বাদ গেছে তাঁর নাম। তারপর থেকেই নিজেকে কার্যত গৃহবন্দি রেখেছেন হিরানি।
পরিচালকের এক প্রতিবেশী জানান, এখন তাঁকে আর মর্নিং ওয়াকে দেখা যায় না। সারাক্ষণ ঘরেই থাকেন। এমনকি, তিনি বেশ রোগা হয়ে গেছেন বলে দাবি করেন ওই প্রতিবেশী। রাজকুমার ঘনিষ্ঠদের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বিব্রত রাজকুমার হিরানি। মানসিক ভাবে বিধ্বস্ত। যার প্রভাব হিরানির চলন-বলন ও শরীরের ওপর পড়েছে বলে দাবি।
এরই পাশাপাশি, 'মি-টু' নিয়ে মুখ খুললেন অজয় দেবগণ। এরআগে এই আন্দোলনকে সমর্থন জানালেও মুখ খোলেননি তিনি। কিন্তু পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় বলেছেন, “যৌন নিগ্রহে অভিযুক্ত হিসেবে এমন কয়েক জনের নাম তিনি শুনেছিলেন, যা নিজের কানকে বিশ্বাস হয়নি।’’
তাঁর মতে, কিছু মানুষ এমন কাজ করে, সকলে না। তবে যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হয়, ততক্ষণ তিনি এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ