আগামীকাল ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলিউড নির্মাতা জোয়া আখতারের ‘গালি বয়’। এর মূল চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। তবে মুক্তির আগে কিছু কাটছাঁট করা হয়েছে ছবিটি। সেন্সসরবোর্ডের আপত্তিতে কেটে ফেলা হয়েছে রণবীর-আলিয়ার একটি চুমুর দৃশ্যসহ বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য।
সূত্রের খবর, রণবীর-আলিয়ার ১৩ সেকেন্ডের একটি চুম্বন দৃশ্য বাদ পড়েছে। তা ছাড়া বেশ কিছু গালাগালি ব্যবহার হয়েছিল। সেগুলোও বাদ পড়েছে।
'গালি বয়' সিনেমার নির্মাতারা অবশ্য সিনেমাটি বার্লিন ফিল্ম ফেস্টিভালে প্রথম দেখাতে পেরে খুবই উত্তেজিত। ভারতীয় র্যাপার নাইজি এবং ডিভাইনের জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি।
পরিচালক জোয়া আখতার বলেছেন, ‘‘বার্লিনের জনতা প্রথম থেকেই সিনেমা হলে প্রচুর হাততালি দিচ্ছিলেন, চিৎকার এবং সিটির শব্দ শোনা যাচ্ছিল। আবার যখন সিনেমায় কোনো করুণ দৃশ্য ছিল, গোটা হল চুপ করে যাচ্ছিল। দর্শকেরা প্রতিটি মুহূর্ত উপভোগ করেছে।''
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব