১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বৈশাখী টিভির বিশেষ আয়োজনে রয়েছে ৩টি নাটক, সিনেমা এবং সঙ্গীতানুষ্ঠান। বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বৈশাখী সকালের গান’-এ গাইবেন নতুন প্রজন্মের ৯ জন কণ্ঠশিল্পী। তারা হলেন পুতুল, লুইপা, স্নিগ্ধা রিতা, শবনম মুস্তারী, নদী, হৈমন্তী রক্ষিত, ইয়াসমিন লাবন্য ও বৃষ্টি। প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে।
নাটকের মধ্যে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘হারবাল প্রেম’। জাহিদুল ইসলাম মিন্টুর পরিচালনায় মানস পালের রচনায় এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, তেরেসা চৈতি, অবিদ রেহান প্রমুখ।
রাত ৮টা ৩০ মিনিটে প্রচার শুরু হবে ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প। এই শ্লোগানে পরপর তিনটি নাটক প্রচার হবে। নাটক তিনটি হলো রহিমা হোসেন বিউটির গল্পে মাবরুর রশীদ বান্নার পরিচালনায় ‘যে যেখানে দাঁড়িয়ে’, সঞ্জয় ধরের গল্পে অনম বিশ্বাসের পরিচালনায় ‘এই গল্পের শেষ নেই’ এবং সাকিব ফাহাদের পরিচালনায় ‘ছন্দ ছাড়া গান’। গল্প- সামিউর রশীদ।
রাত ১১টায় প্রচার হবে নাটক ‘অন্যরকম ভালোবাসা।’ মনসুর রহমান চঞ্চলের রচনা ও মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সজল,তানজিন তিশা প্রমুখ।
২টি সিনেমার মধ্যে দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে শাকিব খান, অপু বিশ্বাস, কেয়া, ববিতা অভিনীত ‘প্রেমিক নাম্বার ওয়ান’। আর রাত ১২টায় প্রচার হবে রিয়াজ, শাবনূর, আমিন খান অভিনীত ‘এ বাঁধন যাবে না ছিড়ে’।
বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব