ভালোবাসা দিবস উপলক্ষ্যে একেবারে একটি ভিন্ন গান নিয়ে হাজির হয়েছেন কন্ঠশিল্পী সানি আজাদ। গানের টাইটেল বেবি। গতানুগতিক কোনো প্রেমের গান নয় এটি। একেবারে ফিল্মি স্টাইলের আইটেম সং। আর এই গানের ভিডিওতে মডেল হয়েছেন সাচিনূর, সূর্যরাজ এবং সানি আজাদ নিজে।
এফ এ প্রীতমের কথা ও সুরে গানটির মিউজিক করেছেন ওয়াহেদ শাহীন। মেহেদী হাসান লিটলের নৃত্য পরিচালনায় এই ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর হাসান।
গান প্রসঙ্গে সানি আজাদ বলেন, ভ্যালেন্টাইনে ধামাকা কিছু করার প্ল্যান ছিল। লায়নিকের প্রতি কৃতজ্ঞতা বেবিকে আলোর মুখ দেখানোর জন্য। এই প্রথম একেবারেই ফিল্মি মুডের একটা গান করলাম। আশা করছি দর্শক শ্রোতারা নিরাশ হবেন না।
বিডি প্রতিদিন/এ মজুমদার