প্রকাশিত হয়েছে নবীন গায়ক মাহতিম শাকিবের গাওয়া গানের ভিডিও 'যদি'। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন নাজির মাহমুদ। আজ বিকেলে ডিজিটাল সল্যুশানের ইউটিউব চ্যানেল 'রসগোল্লা'য় ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
মুশফিক লিটুর সংগীতায়োজনে ভিডিওটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। অভিনয় করেছেন অর্ণব অন্তু, সামন্তী সৌমি, সাঈদ শাহেদ ও নদী।
গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, মাহতিম শাকিবের কণ্ঠটি এরইমধ্যে সবার কাছে পরিচিতি পেয়েছে। ভারী মিষ্টি গলা তার। এই গানটি ভালোবাসার। কথা এবং সুরের মধ্যে ঢুকে গেয়েছে সে। গানকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ভিডিও। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে এই গান আমাদের পক্ষ থেকে একটা বিশেষ উপহার।
মাহতিম শাকিব বলেন, জীবন ভাইয়ের কথায় এটা আমার প্রথম গান। আমার কণ্ঠ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গাইতে গিয়ে খুব ভালো লেগেছে। ভিডিওটিও আমার মনে ধরেছে। আশাকরি আমার ভক্ত-শ্রোতারা গানটি পছন্দ করবেন।
বিডি প্রতিদিন/ফারজানা