বৈশাখী টিভির নিয়মিত আয়োজন প্রিয়শিল্পীর সেরা গান। এ অনুষ্ঠানে আগামীকাল থাকছে কণ্ঠশিল্পী শাম্মী আখতারের গান। দর্শকদের জন্য প্রচার হবে তার শ্রোতাপ্রিয় কয়েকটি গান।
অনুষ্ঠানটি প্রচার হবে ১৭ মার্চ রবিবার রাত ৮টায়।
বৈশাখী টিভির স্টুডিওতে রেকর্ডকৃত গুণী ও জনপ্রিয় এই শিল্পীর গান কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের মোহময় আবেশে আছন্ন করবে এতে কোনো সন্দেহ নেই। গানগুলো বৈশাখী টিভির দর্শকদেরও অনেক ভালো লাগবে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন। শাম্মী আখতারের গাওয়া কয়েকটি গান হলো- ঢাকা শহর আইসা আমার, নেশা লাগিলরে, মনে বড় আশা ছিল, আমি তোমার বঁধূ, বিদেশ গিয়া বন্ধু অন্যতম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন