দর্শক হৃদয়ে নাড়া দিয়েছে এস.পি জাহাঙ্গীর সরকারের ‘অভিমানি ললনা’ গানটির মিউজিক ভিডিও। স্বপন হাসানের কথায় ‘অভিমানি ললনা’ গানটির সুর করেছেন মাসুম ও সঙ্গীত পরিচালনায় ছিলেন অরন্য আকোন।
গাজীপুরের ঐতিহ্যবাহী মনোরম লোকেশনে গানটির চিত্রায়িত হয়েছে। এতে অভিনয় করেছেন হালের আলোচিত মডেল আনান ও সানজু।
গানটির ভিডিও পরিচালনায় ছিল সিডি চয়েস মিউজিক টিম। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়স মিউজিক এর ব্যানার থেকে ‘অভিমানি ললনা’ ভিডিও প্রকাশ পায় গত ১ এপ্রিল। শুরু থেকেই আলোচনায় চলে আসে গানটি। ইতোমধ্যে গানটির ভিউয়ার দুই লক্ষ অতিক্রম করছে।
এ বিষয়ে কণ্ঠশিল্পী এস.পি জাহাঙ্গীর সরকার বলেন, আমার ক্যারিয়ারে এই গানটি নতুন মাত্রা যোগ করেছে। ধন্যবাদ এমদাদ ভাইকে এত সুন্দর একটি গানে কাজ করতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। একই সঙ্গে গানটি সাদরে গ্রহণ করার জন্য দর্শক-শ্রোতাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
সিডি চয়েস মিউজিক’র কর্ণধার এমদাদ সুমন বলেন, কিছু গান থাকে যা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে, তেমনই একটি গান ‘অভিমানি ললনা’। তাছাড়া জাহাঙ্গীর ভাই খুব ভালো গান করেন। আমি আশাবাদী গানটি দর্শক হৃদয়ে খুব দ্রুত জায়গা করে নিবে।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৯/শ্রাবণ/মাহবুব