বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা মুন্সীগঞ্জের কৃতি সন্তান টেলি সামাদকে বাবা- মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ বাদ আছর নয়াগাঁও এলাকায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয় এই গুণী অভিনেতাকে।
এর আগে বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলা শহরের প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্টসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে লাশবাহী অ্যাম্বুলেন্স অবস্থান করে। গুণী অভিনেতাকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমায়। বিকাল ৫টার দিকে কলেজ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হন টেলি সামাদ। দাফন শেষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ্র প্রিয় এই অভিনেতাকে ফুলেল শ্রদ্ধা জানান।
গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি।
১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন টেলি সামাদ। এটি তার সিনেমায় ব্যবহৃত নাম। আসল নাম আবদুস সামাদ পরিবর্তন করে সিনেমায় এসে টেলি সামাদ নামে পরিচিত হন এ অভিনেতা। তার পিতার নাম মরহুম কালাচাঁন মেম্বার।
বিডি প্রতিদিন/এ মজুমদার