ছেলের বিয়ে দেখে যেতে পারলেন না টেলি সামাদ। গত ৬ এপ্রিল সবাইকে কাঁদিয়ে ঢালিউডের জনপ্রিয় এ অভিনেতা পরলোকগমন করেন। আগামী ১২ এপ্রিল তার ছেলে দিগন্ত সামাদের বিয়ে।
পারিবারিকভাবেই ঠিক হয়েছে দিগন্তের বিয়ে। পাত্রী নাদিয়া সুলতানা এখনো পড়াশোনা করছেন। আগামী ১০ এপ্রিল হবে গায়ে হলুদ এবং ১২ এপ্রিল বিয়ে। আগামী ১৩ এপ্রিল গুলশানের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে বৌভাত। ছেলের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন টেলি সামাদ।
দিগন্ত সামাদ বলেন, আমার বউকে দেখে যেতে পারলো না আমার বাবা। শুধু আমার হবু স্ত্রীর ছবি দেখেছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা