Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ জুলাই, ২০১৯ ১৭:০৯

গোয়েন্দাদের জেরার মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত

অনলাইন ডেস্ক

গোয়েন্দাদের জেরার মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত
ঋতুপর্ণা সেনগুপ্ত

ভারতের আলোচিত অর্থ কেলেঙ্কারির ঘটনা সারদা-রোজভ্যালি কাণ্ডে গোয়েন্দাদের জেরার মুখে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় সল্টলেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে পৌঁছান ওই অভিনেত্রী। 

এর আগে ভারতের অর্থনৈতিক দুর্নীতি বিষয়ক তদন্তকারী সংস্থা এনফোর্সম্যান্ট ডিরেক্টোরিট (ইডি) তাকে জেরার জন্য চিঠি পাঠায়।

বৃহস্পতিবার সকালে ইডি ভবনের প্রবেশের সময় অভিনেত্রী অপেক্ষমাণ সাংবাদিকদের জানিয়েছেন, গোয়েন্দারা তাকে ডেকেছেন। তিনি এও দাবি করেন, তাকে ব্যক্তিগতভাবে নয় প্রতিষ্ঠানকে ডাকা হয়েছে। সে কারণেই তিনি এসেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য