ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি নিয়মিতই ফেসবুকে ছবি পোস্ট করেন। কখনো গিটার হাতে, কখনো কখনো শুধু বেলিফুল কিংবা নীলরঙের চুড়ির ছবি। এসব ছবির সঙ্গে সুন্দর সুন্দর বাক্যও জুড়ে দেন তিনি। বৃহস্পতিবার নিজের ওয়ালে একটি ছবি পোস্ট করেন এ নায়িকা। ছবির সঙ্গে শিরোনাম জুড়ে দেন, এইটা কি নেশা নাকি বিষ, এই ভালোবাসাকে আমি কী নাম দিব?
এই ছবি পোস্ট করার পর গুঞ্জন ছড়িয়েছে, তাহলে কী প্রেমে পড়েছেন পরীমণি? নাকি বিশেষ কারও উদ্দেশ্যে কোনো বার্তা দিয়েছেন। নাকি এটা এমনিতেই পোস্টই করেছেন।
ছবি পোস্ট করার মাধ্যমে সাম্প্রতিক কাজের আপডেটও জানান দেন ভক্তদের। বর্তমানে একাধিক ছবি ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটছে ঢালিউডের 'ডানা কাটা পরী'র।
বিডি প্রতিদিন/ফারজানা