কন্ঠশিল্পী সালমার গাওয়া ‘মন মাঝি' গানটি প্রকাশ হয় ২০১৭ সালে । তখন সেই গানটির লিরিক্যাল ভিডিও খুব জনপ্রিয় হয়েছিল। এবার সেই ‘মন মাঝি’ গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন সালমা।
‘মন মাঝি’ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও নবাগত মডেল রোমিওকে।মিউজিক ভিডিওতে আরও মডেল হয়েছেন রিফাত চৌধুরী জিদান ও শিশু শিল্পী আজান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আহমেদ শাকিল নিশান।
গানটির কথা ও সুর করেছেন জিয়া উদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। ‘মন মাঝি’ মিউজিক ভিডিওটি গতকাল ২৮ আগস্ট (বুধবার) জিসান মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
ক্লোজআপ তারকা সালমা এই মিউজিক ভিডিওটি সম্পর্কে বলেন, ‘মন মাঝি’ গানটি আমার ১১তম একক অ্যালবাম মন মাঝি অ্যালবামের টাইটেল গান। গানটি প্রকাশ হয় ২০১৭ সালে ভালোবাসা দিবসে উপলক্ষে। তখন সেই গানটির লিরিক্যাল ভিডিও খুব জনপ্রিয় হয়েছিল। স্টেজ শোতে গানটির অনেক অনুরোধ আসে আমার কাছে। অনেকেই জানতে চান কবে মিউজিক ভিডিও আসবে। অবশেষে অসাধারন একটি মিউজিক ভিডিও শ্রোতাদের কে উপহার দিতে পেরে খুব ভালো লাগছে। আশা করি ‘মন মাঝি’ গানটি সুপার ডুপার হিট হবে।
অ্যালবামের গানগুলো ছিলো ‘মন মাঝি’, ‘দরদ’ এবং ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর এবং জিয়াউদ্দিন আলম। সুর-সংগীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ এবং মুশফিক লিটু।
এই গানে মডেল হওয়া প্রসঙ্গে জনপ্রিয় টিভি অভিনেত্রী ও মডেল অহনা বলেন, এটি অসাধারণ একটি গান। বলতে পারেন এই কারণেই এতে মডেল হওয়া। এটি আমার দর্শক ভক্তদের ভালো লাগবে বলে আশা রাখছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার