‘শুটআউট এট ওয়াদালা’র পর আবারও পরিচালক সঞ্জায় গুপ্তের সিনেমায় অভিনয় করছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। এই সিনেমায় জনের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের দক্ষিণের অভিনেত্রী কাজল আগরওয়াল। মঙ্গলবার থেকে ‘মুম্বাই সাগা’ নামের সিনেমাটির শুটিং শুরু হয়েছে। বুধবার সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন ‘কমালি’খ্যাত এই অভিনেত্রী।
কাজল বলেন, ‘‘গ্যাংস্টার সিনেমা ‘মুম্বাই সাগা’তে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত। এতে সঞ্জয় স্যার ও জনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।’’
‘সিনেমাটিতে আমার চরিত্রের তিনিটি ধরণ রয়েছে-কলেজ ছাত্রী, স্ত্রী ও শক্তিশালী নারী। এতে এক চরিত্রে তিন ধরণের ছাপ থাকায় আমি বেশ এনজয় করছি’, যোগ করেন তিনি।
জন-কাজল ছাড়াও ‘মুম্বাই সাগা’তে আরও অভিনয় করছেন সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রোহিত রয়, সামির সনি, আমল গুপ্ত এবং প্রতীক বাবর। ২০২০ সালের ১৯ জুন সিনেমাটি মুক্তি পাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ