জম্মু কাশ্মীর থেকে বাতিল করা হয়েছে ৩৭০ ধারা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। কারণ এই অভিনেত্রীর শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে গত তিন সপ্তাহ ধরে তার স্বামীর কোনও যোগাযোগ নেই।
সদ্য কংগ্রেসে যোগ দেওয়া উর্মিলা বলেন, তার স্বামী মহসিন আখতার মীর কোনোভাবেই তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অথচ মীর এবং তিনি ক্রমাগত কাশ্মীরে বসবাসকারী তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উর্মিলা আরও বলেন, আমার শ্বশুর-শাশুড়ি দু'জনেই অসুস্থ। উচ্চ রক্তচাপ তাদের সব সময়ের সঙ্গী। কিন্তু তাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত ওষুধ রয়েছে কি না, সে বিষয়েও তারা কিছু জানতে পারছেন না।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ