ভারতীয় প্রেক্ষাপটে তৈরি নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ স্যাকরেড গেমসের সিজন এক থেকেই বিতর্ক থামছে না। এই ওয়েব সিরিজের বেশ কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। এ নিয়ে বিপাকে পড়েছেন মারাঠি অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। গেল ১৫ আগস্ট থেকে নেটফ্লিক্সে চলছে স্যাকরেড গেমস পার্ট টু- তবুও তাকে নিয়ে বিতর্ক থামছে না। নেটিজেনরা ইনিয়ে-বিনিয়ে রাজশ্রীকে পর্ন তারকা বলে চলেছেন।
কারণ এই ওয়েব সিরিজের প্রথম সিজনে তিনি সাহসী চরিত্রে অভিনয় করেছিলেন। যেখানে গল্পের প্রয়োজনে স্বামী-স্ত্রীর প্রেমের একটি দৃশ্যে ব্লাউজ খুলতে হয় রাজশ্রীকে। আর সে দৃশ্য পর্ন সাইটগুলোতে ভাইরাল হওয়ার পর তাকে অনেকেই পর্ন তারকা হিসেবে খেতাব দিতে শুরু করেন নেটিজেনরা। এর সঙ্গে নানা রকম বাজে মন্তব্য শুনতে হয় তাকে। এতে সিজন এক থেকেই কার্যত হেনস্তার শিকার হতে হয় এই অভিনেত্রীকে। যা এখনও থামেনি, পর্ন তারকার তকমা জড়িয়ে গেছে রাজশ্রীর নামের সঙ্গে।
নিজের অভিনীত দৃশ্য পর্ন সাইটে ছড়ানো নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন রাজশ্রী দেশপাণ্ডে। এক ব্যাখ্যায় সম্প্রতি স্পটবয়কে দেয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছেন, আমি মোটেও পর্ন তারকা নই। যে দৃশ্য নিয়ে আমার সমালোচনা করা হচ্ছে, তা আমি করিনি। যা দেখানো হয়েছে তাকে ক্যামেরা চিটিং বলে। গল্পের প্রয়োজনে স্বামী-স্ত্রীর ভালোবাসার দৃশ্য ছিল। তাই ব্লাউজ খুলেছিলাম।
উল্লেখ্য, সাইফ আলি খান, নওয়াজ উদ্দিন সিদ্দিকি, রাধিকা আপ্তে, এলান নাওরাজি, অনুপ্রিয়া গোয়েনকা, দানিশ পান্ডোর এবং রাজশ্রী দেশপান্ডে অভিনীত ‘স্যাকরেড গেমস’ শুরু থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছে। নেটফ্লিক্স ও ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অভিযোগ এই ওয়েব সিরিজটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে অপমান করা হয়েছে। সূত্র : ডেইলি হ্যান্ট
বিডি-প্রতিদিন/শফিক