১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১৩

আত্মহত্যা করেছিলেন বিশ্বের ছোট মানব স্টান্টম্যান ভার্ন ট্রয়ার

অনলাইন ডেস্ক

আত্মহত্যা করেছিলেন বিশ্বের ছোট মানব স্টান্টম্যান ভার্ন ট্রয়ার

ফাইল ছবি

বিশ্বের ছোট মানব স্টান্টম্যান ভার্ন ট্রয়ার আত্মহত্যা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ২০১৮ সালের ২১ এপ্রিল তার রহস্যময় মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় ‘অ্যালকোহল পয়জনিং’। মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন স্টান্ট ডাবল ভার্ন ট্রয়ার।

বিশ্বের খর্বকায়তম মানুষের মধ্যে অন্যতম ট্রয়ারকে মূলত বিভিন্ন ছবিতে স্টান্টের কাজ করতে দেখা গেছে। জটিল জিনগত অসুখ কার্টিলেজ-হেয়ার হাইপ্লোপেসিয়ায় আক্রান্ত ভার্নের উচ্চতা ছিল মাত্র ২ ফিট ৮ ইঞ্চি।

আলোচিত চলচ্চিত্র ‘বেবিজ ডে আউট’ বেবি বিঙ্ক-এর স্টান্ট করেছিলেন তিনি। বিশেষ বিশেষ দৃশ্যে শিশু অভিনেতার বদলে দুঃসাহসী স্টান্টে দেখা গিয়েছিল তাকে। ‘ডানস্টন চেকস ইন’, ‘জিঙ্গল অল দ্য ওয়ে’, ‘মেন ইন ব্ল্যাক’ এবং ‘মাই জায়ান্ট’ ছবিতেও তিনি স্টান্ট ডাবলের কাজ করেছেন। দেখা গিয়েছে ছোটখাটো ভূমিকাতেও।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর