২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২০

জনপ্রিয় আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু আর নেই

অনলাইন ডেস্ক

জনপ্রিয় আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু আর নেই

জনপ্রিয় আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়ছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শনিবার রাতেই তার জানাযার নামাজ পড়ানো হয়। এরপর নিয়ে যাওয়া হয় যশোরে। রবিবার বাদ জোহর জানাজা শেষে সেখানে তাকে দাফন করার কথা রয়েছে।

কামরুল হাসান মঞ্জু ১৯৫৬ সালের ১৬ জানুয়ারি যশোরে জন্মগ্রহণ করেন। আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন কামরুল হাসান মঞ্জু। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়’ তার কণ্ঠে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

আবৃত্তিচর্চার পাশাপাশি লেখালেখিও করতেন কামরুল হাসান মঞ্জু। বেশ কিছু আবৃত্তি অ্যালবাম ও বিভিন্ন বিষয়ে লেখা বই রয়েছে তার। তিনি আবৃত্তির প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার-এম‌এমসির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ছিলেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর