বলিউডকে যেমন পছন্দ করেন, তেমনি হিন্দি গান শুনতেও বেজায় ভালবাসেন নিক। মার্কিন পপ তারকা নিক জোনাসকে নিয়ে এবার এমনই জানালেন তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, নিক জোনাস মনের দিক থেকে পুরো পাঞ্জাবি। মঞ্চে গান গাইতে ওঠার আগে বিভিন্ন ধরনের হিন্দি গান শুনে তবেই তিনি সেখানে যান। শুধু তাই নয়, নিকের ঘরে সব সময় নাকি হিন্দি গান বাজে। হিন্দি রেডিও স্টেশন ঘুরিয়ে ঘুরিয়েও নাকি নিক একের পর এক বলিউডের গান শোনেন।
শুধু তাই নয়, বিয়ের আগে যখন ভারতে আসেন, তখন থেকেই নিক এই দেশকে ভালবেসে ফেলেছেন। ভারতের গান থেকে খাবার কিংবা পোশাক, সবকিছুই নিকের বেজায় পছন্দ বলেও জানান প্রিয়াঙ্কা।
বর্তমানে পরিচালক সোনালি বোসের ‘দ্য স্কাই ইস পিঙ্ক’ এর প্রমোশনে ব্যস্ত প্রিয়াঙ্কা। এই সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে আরও অভিনয় করছেন ফারহান আখতার এবং জায়রা ওয়াসিম।
বিডি প্রতিদিন/কালাম