গুঞ্জন নয়, শোনা যাচ্ছে নয়, এমনকি কোনো সূত্রের বরাতেও নয়। পিয়া জান্নাতুল নিজেই খবরটি নিশ্চিত করলেন। তিনি বললেন, মাসুদ রানায় আমিও আছি, আর অভিনয় করছি 'ক্যাপ্টেন রূপা' চরিত্রে।
তিনি বলেন, সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক কথাবার্তা সম্পন্ন হয়েছে ছবিটির প্রডাকশন হাউজের সঙ্গে। বাংলাদেশ প্রতিদিনকে পিয়া আরও বলেন, ছোটবেলা থেকেই আমি মাসুদ রানা সিরিজের ভক্ত। আর এর 'ক্যাপ্টেন রূপা' চরিত্রটি আগে থেকেই মনে দাগ কেটে আছে। আশা করি এই চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ পুরোপুরি নিতে পারবো।
জানা গেছে, এটি একটি বিশাল বাজেটের ছবি হবে। এই ছবিতে একটি আইটেম গান রয়েছে। সেই গানটি শুধু বাংলাদেশি দর্শকদের জন্য। ছবিটি আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাবে। তবে সেই সময় এই গানটি প্রদর্শিত হবে না।
বিডি প্রতিদিন/এনায়েত করিম