আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ ১ অক্টোবর। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা হয়।
আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান জানানোর আহ্বান জানিয়ে একটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ‘প্রবীণ’ শিরোনামের ওই গানে তরুণদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা প্রবীণদের শ্রদ্ধা ও সম্মান করেন।
গানটিতে সুর দিয়েছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সমবেত কণ্ঠে গেয়েছেন স্মরণ, টিনা মোস্তারী এবং রাফসান।
গানটি মাহবুবুল খালিদের নিজস্ব ওয়েবসাইট ’খালিদসংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে। গানটি রিংটোন এবং ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ আছে।
এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল খালিদ বলেন, আজকে যারা প্রবীণ, তারাও একদিন নবীণ ছিলেন। কাজে-কর্মে, শিক্ষা-দীক্ষায় তারাও ছিলেন খ্যাতিমান। প্রবীণেরা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ। তাদের জ্ঞান ও প্রজ্ঞা তরুণদের সঠিক পথে পরিচালিত করতে পারে। বর্তমান প্রজন্মের জন্য প্রবীণদের অবদান অনেক। এবার প্রবীণদের জন্য কাজ করার পালা তরুণদের। তাদের ভুলে গেলে চলবে না যে আজকের তরুণেরা একদিন প্রবীণ হবে। সুতরাং সবারই উচিত প্রবীণদের প্রাপ্য সম্মান দেয়া। ‘প্রবীণ’ শিরোনামের এ গানটির মাধ্যমে এই সবার জন্য বার্তা দেয়া হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।
‘প্রবীণ’ শিরোনামের গানটির ওয়েব লিংক
বিডি প্রতিদিন/ফারজানা