'দ্যা গ্রে পার্ট অব ব্লু' ছবিতে কাজ করে নিজের ক্যারিয়ার শুরু করলেন শাহরুখ কন্যা সুহানা। তবে বড় পর্দায় নয়, আপাতত শর্টফিল্ম দিয়েই ফিল্মি অভিষেক ঘটতে যাচ্ছে তার। মাস দুয়েক আগে প্রকাশ হয়েছিল ছবিটির পোস্টার। এবার মুক্তি পেল সেই ছবির টিজার। ছবিটি পরিচালনা করেছেন সুহানারই সহপাঠী থিয়োডর জিমেনো।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবির টিজার শেয়ার করে থিয়োডর লিখেছেন, ‘আমার আসন্ন ছবির কিছু ঝলক। এভাবে পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি টিজারটি আপনাদের ভালো লাগবে।
বিডি প্রতিদিন/হিমেল