বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল যে বায়োপিক বানাচ্ছেন তার স্ক্রিপ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোনানোর পর চূড়ান্ত করবেন।
শ্যাম বেনেগাল জানান, রবিবার সকালে তাকে দুই ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে একটি সংক্ষিপ্তসার তৈরি করেছেন। তা তিনি প্রধানমন্ত্রীকে শোনাবেন এবং তার মতামতের ভিত্তিতে তিনি এই সিনেমার স্ক্রিপ্ট চূড়ান্ত করবেন।
বেনেগালের মতে বঙ্গবন্ধুকে নিয়ে বায়োপিকের স্ক্রিপ্ট কন্যা শেখ হাসিনার মতামত ছাড়া কখনোই পূর্ণতা পাবে না। আর তাই এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের সহায়তায় বঙ্গবন্ধুর জীবন এবং কর্মকাণ্ড নিয়ে তৈরি হতে যাচ্ছে এক বায়োপিক, যা হতে চলেছে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মের শতবর্ষ উদযাপন এর মুখ্য আকর্ষণ।
বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু সূত্র জানিয়েছে, বেনেগাল ইতিমধ্যে মোটামুটি একটা কাস্টিংয়ের পরিকল্পনা করে ফেলেছেন। কিন্তু তিনি এখন কাউকে বলছেন না। রবিবার মিটিং এর পর হয়তো অনেক কিছু জানা যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন