শাহরুখ খান অভিনীত আনন্দ এল রাই'র ছবি 'জিরো' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর বহুদিন হলো সিনেমার রঙিন দুনিয়া থেকে নিজেকে দূরেই রেখেছেন বলিউড কিং। তবে ফের কবে পর্দায় ফিরছেন 'বাদশা'? এই নিয়ে শাহরুখ ভক্তদের কৌতুহলের শেষ নেই।
শাহরুখ খান কোন ছবির মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন এই নিয়ে জল্পনার শেষ নেই। শাহরুখের পরবর্তী প্রজেক্ট নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। এসবেরই মাঝে নিজের পরবর্তী ছবি নিয়ে নিজেই মুখ খুললেন বাদশা।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানে তিনি বলেন, ''আমি কোন ছবি দিয়ে ফের ফিরব, তা নিয়েই চিন্তাভাবনা করছি। ২-৩টি ছবি চিত্রনাট্য পড়ছি। আমি আমার পরবর্তী ছবির কথা নিজেই সবাইকে জানাব। কিছুটা মজা করে বলেন, ততদিন যত গুজব চলছে চলতে দিন।''
কিছুদিন আগেই টুইটারে মজা করে শাহরুখ বলেন, ''জেনে খুশি হলাম যে সবাই বলছে আমি নাকি চুপি চুপি বেশ কয়েকটি ছবিতে সই করেছি। অথচ এসব কথা আমি নিজেই জানি না।''
এদিকে, শোনা যাচ্ছে শাহরুখ খান 'কিল বিল' রিমেকে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন। যে ছবির পরিচালনা করছেন অনুরাগ কাশ্যপ। যদিও শাহরুখ বা ছবির নির্মাতারা এই বিষয়ে কোনও কিছুই ঘোষণা করেননি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ