রেহমান খলিলের রচনা ও পরিচালনায় রয়েল টাইগার নিবেদিত (পাওয়ার্ড বাই-ফিজআপ) নাটক ‘ড্রীম অফ লাইফ’ আগামীকাল সোমবার রাত ১০টায় প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভিতে। এছাড়াও নাটকটি রাত ১টায় দেখা যাবে গ্লোবাল টিভি অনলাইন ইউটিউব চ্যানেলে।
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যানারে কাজী রিটনের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও ইশানা প্রমুখ।
নাটকে আলো ছায়ার ব্যবধানে হঠাৎ পৃথিবীতে আবির্ভাব হয় ২৫ বছর বয়সী এক যুবকের। পৃথিবীতে আসা মানেই জন্মগ্রহণ করা। এ জন্ম হুবহু মেজর আন্দালিভের পুনর্জন্ম। দীর্ঘ সাধনা আর লালিত স্বপ্নের অবিচল ধ্যানে বিধাতার প্রতি সুদৃঢ় বিশ্বাস মানুষ্যাত্মার জীবনে ঘটে যেতে পারে পরম পাওয়ার সুখ।
এরপরে আরও ঘটনা প্রবাহে এগিয়ে যাবে নাটকের দৃশ্যায়ন।
বিডি প্রতিদিন/আরাফাত