বৈশাখীর সকালের গানে গাইবেন দেবলীনা সুর। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮.টা ২৫ মিনিটে।
দেবলীনা সুর মূলত রবীন্দ্র গানের শিল্পী। রবীন্দ্র ছাড়াও তিনি সব ধরনের গানেই অভ্যস্ত। এদিন প্রচার হবে তার গাওয়া ৯টি গান।
দেবলীনা সুর বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমাকে এমন একটা সুযোগ দেয়ার জন্য বৈশাখী টিভির প্রতিও কৃতজ্ঞতা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ