অর্জুন কাপুর ও মালাইকা অরোরা দুই তারকা চুটিয়ে প্রেম করছেন। তাদের প্রেমের খবর নিয়মিত ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়ে থাকে।
এবারের দীপাবলি অনিল কাপুরের বাড়ির পার্টিতে হাজির হন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। তাদের দেখা মাত্রই ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ।
এ সময় পাপারাজ্জিদের সামনে পোজ দিতে দেখা যায়নি অর্জুন-মালাইকাকে। গাড়ি থেকে নামার পরই মালাইকা সোজা ঢুকে পড়েন অনিল কাপুরের বাড়িতে। অন্যদিকে, পাপারাজ্জি ডাকে সাড়া দিয়ে, কয়েক মুহূর্ত সেখানে কাটিয়ে চাচা অনিল কাপুরের বাড়িতে ঢুকে পড়েন অর্জুন কাপুর।
প্রসঙ্গত, জ্যাকি ভাগনানির দীপাবলি পার্টি থেকে কাকা অনিল কাপুরের বাড়িতে হাজির হন অর্জুন কাপুর। অন্যদিকে, প্রিয় বান্ধবী মল্লিকা ভাটের দীপাবলি পার্টি থেকে অনিল কাপুরের বাড়িতে আসেন মালাইকা অরোরা।
অনিল কাপুর, সোনম কাপুরদের দীপাবলি পার্টিতে হাজির হন কারিনা কাপুর, কারিশমা কাপুর, অমৃতা অরোরা-রাও।
বিডি প্রতিদিন/কালাম