না ফেরার দেশে পাড়ি জমানো প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে শেষ প্রজেক্টে যুক্ত ছিলেন কণ্ঠশিল্পী রিজভী ওয়াহিদ। তার জন্য পাঁচটি গান তৈরি করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কিন্তু সেই গানগুলোর মুক্তি দেখে যেতে পারেননি আহমেদ ইমতিয়াজ বুলবুল। এর মধ্যে দুটি গান রিলিজ পেলেও আরো তিনটি গান মুক্তির অপেক্ষায়।
এবার রিজভী ওয়াহিদের সঙ্গে এই প্রজেক্টে যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ন্যান্সি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের তৈরি করা ট্র্যাকে অস্ট্রেলিয়ার প্রফেশনাল স্টুডিওতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। গান দুটি হচ্ছে ‘ও হাওয়া’ এবং ‘উড়তে উড়তে যারে পাখি’।
গান দুটির মিক্স ও মাস্টারিং করেছেন রেজওয়ান সাজ্জাদ। আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে গান দুটির মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন রিজভী ওয়াহিদ।
বিডি প্রতিদিন/হিমেল