দেশের প্রেক্ষাগৃহে গত ১৮ অক্টোবর মুক্তি পেয়েছে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমা। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন ও নবাগত এমিয়া এমি।
ঢাকার ঐতিহ্যবাহী হল মধুমিতায় চলছে ছবিটি। সিনেমার মন্দার বাজারে এই হলে কেমন চলছে ডনগিরি? এই প্রশ্নের উত্তরে হলের কর্ণধার ইফতেখার নওশাদ গণমাধ্যমকে বলেন, ডনগিরি ছবিটি যে খুব বেশি ভালো যাচ্ছে সেটা বলা যায় না। বলা যায় মোটামুটি যাচ্ছে।
রাজধানীর নিউ গুলশান হলেও মোটামুটি চলছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবস্থাপক। এছাড়া ঢাকার জোনাকি, পূরবী, টঙ্গির চম্পাকলি, সিলেটের নন্দিতা, রংপুরের শাপলার মতো বড় বড় সিনেমা হলেও মোটামুটি দর্শক টানছে ছবিটি বলে প্রযোজনা সূত্র জানিয়েছে।
ছবির পরিচালক শাহ আলম মন্ডল গণমাধ্যমকে বলেছেন, এটি একটি মৌলিক গল্পের ছবি। আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি। গল্পের প্রয়োজনে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। আমি চেষ্টা করেছি বাপ্পিকে দিয়ে নতুন কিছু করাতে। আশা করি, সবার কাছে ভালো লাগবে।
‘ডনগিরি’ ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন যোশেফ শতাব্দী। এই ছবিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আলীরাজ, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, অমিত হাসান, খোরশেদ আলম খসরু ও নবাগত ঐশিক শামীমসহ অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক