“আজ আমি বৃষ্টিতে ভিজবো না” -তরুণ প্রতিভাবান শিল্পী সিজে রেসি’র প্রকাশিতব্য দ্বিতীয় মিউজিক ভিডিও। মেটাফরিক এই গানটিতে সংগীতায়োজন করেছেন নীলকণ্ঠ।
এর আগে ‘বিবর্ণ দুপুর’ নামে আরেকটি মিউজিক ভিডিও প্রকাশ করেন তিনি। নিজের লেখা গানটিতে সুর করেছেন শিল্পী নিজেই। আগামী ৮ নভেম্বর ২০১৯ শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে।
গানটির মিউজিক ভিডিওতে মূল দৃশ্যগুলো মেটাফরিক ফরম্যাটে চিত্রায়িত। কম্পোজিশনে ‘পপ’ ও ‘আর এন্ড বি’র মিশ্র ধারার প্রভাব গানটিকে সামগ্রিকভাবে স্বতন্ত্র করে তুলেছে। মিউজিক ভিডিওর মূল পরিকল্পনায় ছিলেন আশিষ ভট্টাচার্য। অনন্য সুন্দর দৃশ্যপট পরিকল্পনা ও চিত্রায়নের মাধ্যমে শিল্পীর ভাবনাকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ভবিষ্যতে প্লে ব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশের অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ