সম্প্রতি রুম্মান রুনি পরিচালিত এবং শরীফ সুজনের রচনায় ‘সবাই চুপ’ নাটক নির্মিত হলো। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর হক বাবু, শাওন, নাবিলা ও নজরম্নল রাজ।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে নির্মিত নাটকটিতে ফজলুর হক বাবুকে দেখা যাবে একদম ভিন্ন একটি চরিত্রে যা দর্শক আগে কখনো দেখিনি। শাওন একটি প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছে। যার চরিত্রের নাম সুজন এবং নাবিলাকে দেখা যাবে তুলি চরিত্রে। আকবর হায়দার মুন্না প্রযোজিত নাটকটি নিয়ে আসছে বিগ বি এন্টারটেইন্টম্যান।
গল্পে দেখা যায়, সুজন ঢাকার একটা ইউনিভার্সিটিতে শেষবর্ষে ছাত্র। রাজনীতিতে সক্রিয় ভূমিকা। মিথ্যে মামলায় পুলিশ তাকে খুঁজছে। কিছু দিনের জন্য গা ঢাকা দিতে সে চলে যায় গ্রামে এক বন্ধুর বাড়ি। গ্রামে ঢুকতেই অপ্রিতিকর পরিস্থীতে পরে যায় সে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসী যোদ্ধারা প্রতিটি পদক্ষেপে যে বিপদে পড়ে তার একটি দিক তুলে ধরার চেষ্ঠা এই গল্পটিতে। সুজন আর তুলি সেই দিকটি দেখিয়ে দিয়ে গেলো যেন তারা আবার ফিরে এসে এই সমাজকে আলোর পথ দেখাতে পারে।
পরিচালক রুম্মান রুনি নাটকটি নিয়ে খুব আশবাদী। তিনি বলেন, গল্প, চরিত্র ও নির্মাণের কারণে দর্শকদের কাছে ভালো লাগবে বলে নিশ্চিত করে বলতে পারি।’ নাটকটি কাল প্রকাশ হচ্ছে বিগ বি এন্টারটেইন্টম্যানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ