হলিউডে নারীদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী সালমা হায়েক। ৫৩ বছর বয়সী এ অভিনেত্রী ও প্রযোজক বলেছেন, এই শিল্পে নারীরা সঠিক পথেই আছে এবং এ অগ্রযাত্রা বন্ধ হবে না।
নিউ ইয়র্কে কমেডি 'লাইক এ বস' ছবির প্রদর্শনীতে ভ্যারাইটি সাময়িকীর সাথে কথা বলেন সালমা হায়েক। সেখানে তিনি আরও বলেন, এখন আরও বেশি নারী পরিচালনায় এসেছেন, অভিনয় করছেন, চিত্রনাট্য লিখছেন প্রযোজনা করছেন। এখন নারীদের নিয়ে এবং নারীদের জন্য প্রচুর সিনেমা হচ্ছে। আমরা সঠিক পথেই আছি এবং আমরা থামবো না।
বিডি প্রতিদিন/ফারজানা