২০২০ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে বাবা বিলি রে সাইরাস ও বোন নোয়াহ অংশ নিলেও অনুপস্থিত ছিলেন মাইলি সাইরাস। ২৬ জানুয়ারি সেই অনুষ্ঠানে তার না থাকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। গ্র্যামিতে আমন্ত্রণই পাননি জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী। কী কারণে তিনি মনোনয়ন পাননি তাও জানা যায়নি।
এবার উত্তরটা নিজেই দিয়েছেন মাইলি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মাইলি। তাতে লিখেছেন, যে কারণে আমাকে আর অ্যাওয়ার্ড শোতে আমন্ত্রণ জানানো হয় না।
ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার দর্শকের সামনে মঞ্চেই মাদক গ্রহণ করছেন মাইলি সাইরাস। ২০১৩ সালে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডের সময় এমন ঘটনা ঘটান মাইলি। সেখানে মঞ্চেই দাঁড়িয়েই ধূমপান করেন এ সঙ্গীত তারকা ও অভিনেত্রী।
বিডি প্রতিদিন/ফারজানা