সারা বিশ্ব আজ করোনার আক্রমণে দিশেহারা। প্রতিদিন বিশ্বজুড়ে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। নীতিনির্ধারক থেকে শুরু করে চিকিৎসক, বিজ্ঞানী, সবাই এই ভাইরাসকে কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে ভাবছে। এখন পর্যন্ত সবচেয়ে কার্যকরী যে সিদ্ধান্তটি নিতে সক্ষম হয়েছে সকলে মিলে তা হলো, সামাজিক দূরত্ব বজায় রেখে, পরিস্কার ও পরিচ্ছন্ন থাকার। একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাওয়াকে নিরুৎসাহিত করা হচ্ছে। “বাসায় থাকুন”-পরিণত হয়েছে একটি বিশ্বজনীন শ্লোগানে।
পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা অর্ক জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতার বিখ্যাত গান নীলাঞ্জনা অবলম্বনে প্রিয়াঙ্কা সরকার ও মৈনাক বন্দ্যোপাধ্যায়কে প্রধান দুইটি চরিত্রে দিয়ে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র নীলাঞ্জনা।
সিনেমার গল্পে নীলাঞ্জনা চরিত্রে প্রিয়ঙ্কা সরকার তার অফিসের ঝামেলায় আটকে পড়ে এবং তার জীবনে নেমে আসে এক অজানা ঝড়। বর্তমানে বিশ্বব্যাপী চলতে থাকা লকডাউন বাস্তবতার সাথে যেনো মিলে যায়, তার জীবনের এই বাঁক পরিবর্তনের গল্প।
মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিটির পরিচালক এবং প্রযোজক এমন মহামারীর সময়ে একটি অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। তারা নীলাঞ্জনা চলচ্চিত্রটি কোনো থিয়েটারে মুক্তি দেয়ার অপেক্ষায় না থেকে “বঙ্গ” প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের দর্শকরা গতকাল ১ মে থেকে বঙ্গ প্ল্যাটফর্মে এই সিনেমাটি দেখতে পারছেন সবসময়।
সারা বিশ্বের সচেতন মানুষেরা যখন নিজেদের নিরাপত্তার কথা ভেবে বাসায় থাকছেন তেমনি সময়ে 'বঙ্গ' শুরু থেকেই মানুষের এই প্রয়োজনের কথা ভেবে তার প্ল্যাটফর্মের সব ধরনের কন্টেন্ট ফ্রি করে দিয়েছে। বাংলাদেশের প্রয়োজনীয় সংবাদমাধ্যমগুলো থেকে শুরু করে, নাটক, সিনেমা কিংবা টেলিফিল্ম দেখে সাধারণ মানুষ বাসায় নিরাপদে সময় কাটাতে পারছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ