সবচেয়ে প্রিয় মানুষের কাছে চলে গিয়েছেন ঋষি কাপুর। দাদির সঙ্গে ঋষির ছবি শেয়ার করে এবার এমনটাই লিখলেন তার মেয়ে রিদিমা। ঋষি এবং নিতুর বিয়ের সাদা-কালো ছবিও শেয়ার করেছেন তিনি।
২০১৮ সালের ডিসেম্বরে প্রয়াত হন রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর অর্থাত ঋষির মা। ক্যান্সারের চিকিৎসার জন্য ওই সময় মায়ের শেষকৃত্যে হাজির হতে পারেননি ঋষি। স্বামীকে নিয়ে নিউ ইয়র্কে চিকিৎসা করাতে যাওয়ায়, নিতুও থাকতে পারেননি শাশুড়ির শেষ যাত্রায়।
গত ৩০ এপ্রিল মারা যান ঋষি কাপুর। টানা ২ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত জীবন যুদ্ধে পরাজিত হন বলিউডের অন্যতম রোমান্টিক হিরো।
বিডি প্রতিদিন/ফারজানা