প্রযোজক, পরিচালক ও অভিনেতা রানা হামিদের দাফন নেত্রকোনার সর উপজেলার বালি গ্রামে সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যান্সার ও কিডনি সমস্যায় ভুগে শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আজ রবিবার নিজ গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে আসেন স্বজনরা। বাদ জোহর কাইলাটি ইউনিয়নের বালি নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়।
সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে জানাযায় অংশ নেন।
রানা হামিদ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক। তিনি এরশাদ বিরোদী ছাত্র আন্দোলনের ঢাবির নেতা ছিলেন। বর্তমানে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। নব্বইয়ের দশকে একাধিক ছবিতে কাজ করে পরিচিতি পেয়েছিলেন তিনি।
চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালকও ছিলেন রানা হামিদ। তিনি ১০টির মতো ছবিতে কাজ করেছিলেন। ছবিগুলো ছিল তার নিজের প্রযোজনা সংস্থার। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম