বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ছবি 'নো ল্যান্ডস ম্যান'-এ যুক্ত হয়েছেন এ আর রহমান। বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজিত এ ছবিতে কম্পোজার ও সহ-প্রযোজক হিসেবে যুক্ত হলেন অস্কার, বাফটা ও গ্র্যামী জয়ী এ সঙ্গীতশিল্পী। বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকী নিজেই।
দক্ষিণ এশীয় এক ব্যক্তির জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে 'নো ল্যান্ডস ম্যান' ছবির কাহিনী, অস্ট্রেলীয় এক নারীর সঙ্গে পরিচয়ের পর যার জীবনের যাত্রা জটিল আকার ধারণ করে। ছবির শুটিং হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে। ছবির বেশিরভাগ সংলাপই ইংরেজিতে, তবে কিছু হিন্দি ও উর্দু সংলাপও শোনা যাবে ছবিতে। মহামারী করোনাভাইরাসের সঙ্কট শুরু আগে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল।
'নো ল্যান্ডস ম্যান' ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তাহসান রহমান খান, ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, অস্ট্রেলিয়ার মঞ্চ অভিনেত্রী মেগান মিশেল (এটি তার প্রথম ফিচার ছবি)।
বিডি প্রতিদিন/ফারজানা