মহামারী করোনাভাইরাস কেড়ে আরও তিন ডাক্তারের প্রাণ। আজ বুধবার ঢাকা, দিনাজপুর ও চট্টগ্রামে আরও তিন জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের একজন ডা. মো. আশরাফুজ্জামান আজ সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের সুপার ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডা. মো. আশরাফুজ্জামান গতরাত ১টার দিকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। এছাড়া দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে কলেজের সাবেক পরিচালক ডা. শাহ আব্দুল আহাদ (৭০) আজ সকাল সাড়ে ৮টার দিকে মারা যান। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস দ্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. আহাদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ছিলেন। গত ৮ জুন তার করোনা শনাক্ত হয়।
এর আগে, আজ ভোররাত ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা যান। হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আব্দুর রব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত ডা. নুরুল হক গত তিনদিন ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল, কিন্তু অবস্থার অবনতিতে আইসিইউতে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/শফিক