আগামীকাল ২১ জুন বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার দিবসটি পালিত হয়। এইদিনে বিশ্বজুড়ে সন্তানেরা বাবার অকৃত্রিম স্নেহ ও ভালোবাসার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানায়। বাবা দিবস উপলক্ষ্যে বাবাকে নিয়ে চমৎকার একটি গান লিখেছেন এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ।
‘বাবা আমার বাবা’ শিরোনামের ওই গানটিতে বিশ্বের সব পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে। গানটিতে সুরারোপ করেছেন তরুণ সুরকার রোমান রহমান । আর মিষ্টি কণ্ঠে ধারণ করেছেন হাসনাত তাসনিম সংগীতা। শুক্রবার গানটির একটি নতুন মিউজিক ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে। এছাড়া মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’-এ www.khalidsangeet.com-এ গানটি প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, বাবার প্রতি সন্তানের ভালোবাসা চিরন্তন। প্রতিটি মানুষের জীবনে বাবা বটবৃক্ষের ছায়া হয়ে থাকেন। বাবা পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। বাবার সঙ্গে পৃথিবীর আর কারো তুলনা হয় না। সন্তানের জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না তিনি। বিপদে-আপদে তার কাছে আশ্রয় পাওয়া যায়। পাওয়া যায় নিখাঁদ ভালোবাসা। তাই একজন মানুষের জীবনে বাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ গানটির মাধ্যমে বাবা-সন্তানের মধুর সম্পর্কের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে। আশা করছি সবার কাছে গানটি সবার কাছে ভালো লাগবে।
উল্লেখ্য, সমাজসচেতন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস, ধর্মীয় দিবস, শ্রদ্ধাভাজন ব্যক্তি, মানবকল্যাণ ইত্যাদি বিষয় নিয়ে গান লিখে থাকেন। মহামারি কারোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সম্প্রতি তার লেখা ও সুরে মুক্তি পায় ‘করোনাকে ভয় করো না’ শিরোনামের গান। যা ইতোমধ্যেই ব্যাপক প্রসংশিত হয়েছে। গানটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে। প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে তার লেখা ও সুরে আরো দুটি গান খুব শিগগিরই মুক্তি পাচ্ছে। ‘বাবা আমার বাবা’ গানটির ইউটিউব লিংক:
বিডি-প্রতিদিন/শফিক