বলিউডের নবীন তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় স্তব্ধ গোটা ভারত। প্রণোচ্ছ্বল অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। শোকাহত তার ভক্তরাও। সহকর্মী থেকে পরিবার- প্রিয় সুশান্ত সিং রাজপুতকে হারিয়ে সবাই ব্যথিত। সেই ব্যথা-বেদনার কথা কখনও তাঁরা লিখছেন, কখনও বলছেন প্রকাশ্যে। মনটা তাতে হয়ত একটু হালকা হচ্ছে।
এদিকে এই নবীন তারকা মৃত্যুর পর গোটা বলিউড জুড়ে যখন জোর তোলপাড় চলছে, সেই সময় মুখ খুললেন প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী।
সুশান্তের মৃত্যুর পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন সুতপা শিকদার। সেখানেই তিনি সুশান্ত সিংয়ের মৃত্যু নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন অভিমত দেওয়া বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন সুতপা।
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারা কারা শেষ ১০ দিন যোগাযোগ করেছিলেন, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ