সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই তার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রিয়াকে। তবে এরপর আবারও রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
ব্রেকিং বুম-এর খবর অনুযায়ী, সুশান্তের মৃত্যু নিয়ে পুলিশের সামনে যে বয়ান দিয়েছেন রিয়া, তা সত্যি নয় বলে মনে করা হচ্ছে। সেই কারণে রিয়াকে আবারও ফের পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে। শুধু তাই নয়, রিয়ার বয়ানের সঙ্গে অন্যদের দাবি মিলিয়ে দেখা হবে বলেও জানা যাচ্ছে।
এদিকে সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনওযোগ রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখবে পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম