বিশ্বসুন্দরীর মুকুট যার মাথায় উঠেছিল তাকেও নাকি নেপোটিজম(স্বজনপোষণ)-এর ধাক্কায় জেরবার হতে হয়েছিল! এমন অবিশ্বাস্য ঘটনার কথা জানিয়েছেন সুস্মিতা সেন। দীর্ঘ দিন পরে ‘আর্যা’ ওয়েব সিরিজ দিয়ে ফের অভিনয় দুনিয়ায় পা রেখেছেন বড়পর্দার সেনসেশন। তার পরেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে ঘিরে নেপোটিজম বিতর্কে এই প্রথম মুখ খুললেন তিনি।
বিশ্বজয় করার পর বলিউড জয় করার ছবিটা কেমন ছিল সুস্মিতার? ‘আর্যা’ দেখে এক ভক্ত প্রশ্ন করেছিলেন অভিনেত্রীকে। টুইটে সুস্মিতার দাবি, ‘তোমরা... দর্শকেরা আমার সহ্যশক্তি ছিলে। সবার মুখ চেয়ে লড়াইয়ের শক্তি পেয়েছি। আর এতগুলো বছর ধরে অভিনয়ে রয়ে গেছি।’
স্বজনপোষণের প্রেক্ষিত থেকে দেখলে, সুশান্ত সিংহ রাজপুতের মতো সুস্মিতা সেনও বলিপাড়ায় ‘আউটসাইডার’। তিনিও অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি আস্থা রেখেছেন দর্শকদের উপর। তিনিও বিশ্বাস করেন, স্বজনপোষণ তারকা বানিয়ে দিতে পারে, অভিনেতা নয়। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অভিনয় জানতেই হবে। সেই বিশ্বাসে ভর করে তিনি সুশান্তের মতোই দশর্ককে তাঁর ঢাল বানিয়েছেন।
সুস্মিতার কথায়, ‘তাদের চাওয়াতেই ওয়েব সিরিজ দিয়ে তার প্রত্যাবর্তন।’ সম্ভবত তাই দিনের শেষে কোথাও যেন একাকার নব্য প্রতিভা ‘মাহি’ সুশান্ত আর পোড় খাওয়া হিন্দি-বাংলা ছবির অভিনেত্রী সুস্মিতার লড়াই। যে লড়াইয়ের শুরু থাকলেও শেষ নেই! সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক