করোনার এই কঠিন সময়ে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের একটি ব্যতিক্রমী উদ্যোগ 'আলোর গান'। সম্প্রতি চিরকুটের ফেসবুক পেজে, আলোর গানে সাতক্ষীরার অনুরাধা মন্ডলের কন্ঠে বেগম আখতারের একটি বাংলাঠুমরী “পিয়া ভোলো অভিমান” বেশ প্রশংসা কুড়িয়েছে।
অনুরাধা মন্ডল শান্তি নিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সঙ্গীতে উচ্চশিক্ষা লাভ করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি স্কুলে সঙ্গীত শিক্ষিকা হিসেবে কর্মরত। এতোদিন আলোর পিছনে থেকে লড়াই করা এই প্রতিভাবান শিল্পীর ইচ্ছা শুদ্ধ সঙ্গীত চর্চার জন্য কাজ করে যাওয়া।
বিডি প্রতিদিন/আরাফাত