৪ জুলাই, ২০২০ ১৬:১১

গৃহবন্দী শিক্ষার্থীদের নিয়ে ক্যাপিটাল এফএম-এ "ছাত্রনং গৃহায়ং তপঃ"

অনলাইন প্রতিবেদক

গৃহবন্দী শিক্ষার্থীদের নিয়ে ক্যাপিটাল এফএম-এ

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই ঘরেই সময় কাটছে ক্যাম্পাস চষে বেড়ানো শিক্ষার্থীদের। করোনাকালে গৃহবন্দী শিক্ষার্থীদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন করেছে দেশের জনপ্রিয় রেডিও স্টেশন ক্যাপিটাল এফএম ৯৪.৮।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মানেই ক্লাস, গল্প, আড্ডা, ঘোরাঘুরি, হলের রাত-ভোর উচ্ছ্বাস। তার পরিবর্তে শিক্ষার্থীদের কেমন কাটছে সময়, কতটা মিস করছে বন্ধুদের, কতটা অনুভব করছে নিজের সবুজ উদ্যান তাই জানা হবে ক্যাপিটাল এফএম ৯৪.৮ "ছাত্রনং গৃহায়ং তপঃ" অনষ্ঠানে।

আজ শনিবার রাত ৮টায় ক্যাপিটাল এফএম'র ফেসবুক পাতায় আরজে রাশেদের সঞ্চালনায় শুরু হচ্ছে এ অনুষ্ঠান যা চলবে পুরো সপ্তাহ জুড়ে। আজ রাত আটটায় প্রথম পর্বে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনামিকা সরকার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেহজাবীন সেজুতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজিজুন মীম। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর