বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় নিত্য দিনই উঠে আসছে নানা খবর। এরই মাঝে নতুন করে উঠে এসেছে বেশকিছু তথ্য। এক সাক্ষাত্কারে নিজের বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করে রিয়া বলেন, ২০১৯ এর সেপ্টেম্বরে যখন ইউরোপ ট্রিপের জন্য তারা পাড়ি দিচ্ছিলেন, সেই সময় সুশান্ত প্লেনের উঠবার পর কিছু মেডিসিন নিয়েছিল। রিয়া বলেন, সুশান্ত আমায় জানায় ওড়বার সময় সে ক্লস্ট্রোফোবিক। মোডাফিনিল (Modafinil) নামের একটা ওষুধও ওকে প্রেসক্রিবশন ছাড়াই খেতে দেখেছিলাম। তার মানে- ওটা ও আগে থেকেই খেত।
এরপর প্যারিসে গিয়ে নাকি তিন দিন হোটেলের রুম থেকেই বের হয়নি সুশান্ত। যা নিয়ে চিন্তায় ছিলেন তিনি, বলে জানান রিয়া।
এদিকে, গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সুশান্ত মামলার তদন্তে সবুজ সংকেত পাওয়ার পর দ্রুত গতিতে মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই। সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই প্রমাণ খোঁজার চেষ্টা চালাচ্ছে তিনটি কেন্দ্রীয় সংস্থা-সিবিআই, ইডি এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অভিযুক্ত নায়িকার বিরুদ্ধে ড্রাগ পাচার এবং ড্রাগের ব্যবসা করবার অভিযোগেও উঠেছে। হিন্দুস্তান টাইমস।
বিডি প্রতিদিন/এ মজুমদার