সুশান্ত সিং রাজপুতের নতুন ভিডিও শেয়ার করলেন তার সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে। যেখানে প্যারাসুট নিয়ে উঁচুতে উড়ে যেতে দেখা যায় সুশান্তকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সুশান্তের সেই পুরনো ভিডিও শেয়ার করেন অঙ্কিতা।
সম্প্রতি রিয়া চক্রবর্তী দাবি করেন, সুশান্ত সিং রাজপুত নাকি 'ক্লস্ট্রোফোবিক' ছিলেন। অর্থাত উঁচুতে উঠতে ভয় পেতেন। সেই কারণে বিমানে ওঠার আগে সুশান্ত সাবেক বান্ধবী অঙ্কিতা লোখন্ডে। যে ভিডিওতে সুশান্তকে বিমান চালাতে দেখা যায়। সুশান্তের বিমান চালানোর ভিডিও প্রকাশ্যে আসার পর এবার ফের প্রয়াত অভিনেতার আরও একটি ভিডিও শেয়ার করলেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকারে অঙ্কিতা লোখন্ডেকে আক্রমণ করেন রিয়া চক্রবর্তী। তিনি দাবি করেন, অঙ্কিতা এমন ভাব করছেন যেন তিনি সুশান্তের 'বিধবা'। রিয়ার ওই মন্তব্যের পর নাম না করেই তাকে পাল্টা আক্রমণ করেন 'মনিকর্ণিকা' অভিনেত্রী। মেয়েদের হাতে অনেক ক্ষমতা। তাই তো হাসতে হাসতে বড় বড় সমস্যার সমাধানও নারীরা করে ফেলতে পারেন বলে মন্তব্য করেন অঙ্কিতা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ