নভেল করোনাভাইরাস আক্রান্তের তালিকায় এবার যুক্ত হল বলিউড অভিনেতা আফতাব শিবদাসনির নাম। শুক্রবার রাতে টুইট করে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এই অভিনেতা।
টুইটে তিনি লেখেন, আমার কিছু হালকা উপসর্গ ছিল যেমন জ্বর, শুকনো কাশি এবং সেই কারণে আমি কোভিড-১৯ পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আমাকে চিকিৎসকরা হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। আমি সকলকে অনুরোধ করছি যারা সাম্প্রতিক সময়ে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের সুরক্ষার জন্য করানা পরীক্ষা করিয়ে নিন। আপনাদের সমর্থন ও শুভেচ্ছায় আমি খুব শিগগির সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো।
সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, স্যানিটাইজ ব্যবহার করার ওপরও জোর দিয়েছেন এই অভিনেতা।
মহারাষ্ট্র সরকারের অনুমতি পাওয়ার পর করোনার মধ্যেই যে ক’জন অভিনয়শিল্পী শ্যুটিং শুরু করেছিলেন তাদের মধ্যে অন্যতম আফতাব। সম্প্রতি দীপক তিজোরির টম, ডিক অ্যান্ড হ্যারিতে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও ‘জি ফাইভ’এর জন্য নিজের ওয়েব সিরিজ ‘পয়জন ২’ তে শ্যুটিং শুরু করেছিলেন তিনি।
আফতাব ছাড়াও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের প্রেমিক যুগল অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। তারও আগে এই ভাইরাসের কবলে পড়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, জেনেলিয়া দেশমুখের মতো বলিউড তারকারা।
বিডি প্রতিদিন/ফারজানা