করোনাভাইরাসের কারণে নারী সুপারহিরোভিত্তিক ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ছবির মুক্তির তারিখ ফের পেছাল। এখন বড়দিনের আগে আর এ ছবির মুক্তির সম্ভাবনা নেই।
আগামী ২ অক্টোবর এ ছবির মুক্তির কথা ছিল। শুক্রবার জানানো হয়, ছবিটি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পেতে পারে।
সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী নভেম্বর পর্যন্ত তেমন বড় কোনো হলিউডের সিনেমা মুক্তির তালিকায় নেই। এ নিয়ে হল মালিকরা রয়েছেন হতাশায়। তার ওপর ‘ওয়ান্ডার ওম্যান’র মতো ছবির মুক্তি পিছিয়ে যাওয়াকে থিয়েটার মালিকদের জন্য একটি বড় ধাক্কা।
মূলত লস এঞ্জেলস এবং নিউইয়র্ক সিটির মতো বড় সিনেমার বাজারগুলো কখন আবার চালু হবে তা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে।
সূত্র : লস এঞ্জেলস টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ