বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে শনিবার আরও একজনকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। গ্রেফতারকৃতের নাম করণজিৎ ওরফে কেজে। মুম্বইয়ের বান্দ্রা এলাকা থেকে এনসিবি'র তদন্তকারীরা কেজে'কে গ্রেফতার করেন।
সুশান্ত মৃত্যু রহস্যের তদন্তে নেমে একটি মাদক সিন্ডিকেটের পর্দা ফাঁস করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ধৃত করণজিৎ এই চক্রের অন্যতম সদস্য বলে জানিয়েছেন কেন্দ্রীয় এই তদন্তকারীরা। এদিন সকালে করণজিৎকে দক্ষিণ মুম্বইয়ের এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয়। এরপরে তাকে দফায় দফায় জেরা করেন কর্তব্যরতরা। তবে করণজিতের থেকে কোনো মাদক উদ্ধার করা হয়েছে কিনা, সেই বিষয়ে মুখ খুলতে চাননি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা। এমনকি তার সঙ্গে আর কোনো ব্যক্তির সংযোগ আছে কিনা সেই বিষয়েও তারা এখনই কোনো কিছু মন্তব্য করতে নারাজ। সূত্র: এই সময়।
বিডি প্রতিদিন/এ মজুমদার